দাসেরবাজার আদর্শ কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৬:২৯:১০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দাসেরবাজার আদর্শ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ। সভাপতিত্ব করেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অত্র কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর। কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক আব্দুর রহিম, গণিত বিভাগের প্রধান ঋষীকেশ দাস। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুরঞ্জিত দেব নাথ।
নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রভাষক অলক দেব, শিক্ষার্থী অভিভাবক রহিম উদ্দিন নজরুল, কৃতি শিক্ষার্থী দেবশ্রী দাস রাখি।





