শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৬:৩৮:২৩ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছে, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতি চলে, উন্নয়নের চাকা ঘোরে। কিন্তু আজ আমাদের শ্রমিক ভাইবোনেরা সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত এবং হয়রানির শিকার হচ্ছে। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার হাজার হাজার শ্রমিক প্রতিদিন শ্রম দিচ্ছেন, অথচ তাদের জন্য নেই নিরাপদ কর্মপরিবেশ, নেই ন্যায্য মজুরি নিশ্চয়তা ও কাজের ক্ষেত্র। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার আইনগতভাবে সুরক্ষিত করা হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিএনপি বদ্ধপরিকর।
শুক্রবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের সমর্থনে এবং জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিকদের বন্ধ হওয়া কর্মসংস্থান চালুর দাবিতে জাফলং ইউনিয়ন বিএনপি পরিবার, ব্যবসায়ী, সামাজিক ও শ্রমিক সংগঠন সমূহ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মদরিছ আলী, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ শামসী, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আহমদ, শ্রমিকদল নেতা রমজান মোল্লা, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলাল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাবেক ছাত্রদল নেতা রহিম উদ্দিন, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি







