শ্রীমঙ্গলে উল্লুক দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৬:৪৯:০২ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশের বিলুপ্তপ্রায় প্রাণী উল্লুকের শেষ আশ্রয়স্থল এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান। আন্তর্জাতিক সংস্থাগুলোর তালিকায় এ প্রাণীটি ‘অত্যন্ত বিপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংরক্ষণের কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই এই অনন্য প্রাণীটি দেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
শুক্রবার সকালে শ্রীমঙ্গলের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘আন্তর্জাতিক উল্লুক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানান। বন বিভাগ, ওয়েস্টার্ন হুলক গিবন কনজারভেশন প্রজেক্ট অব বাংলাদেশ এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উল্লুক গবেষক তারেক কবির এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক (সিসিএফ) ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম ফরিদ আহসান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গবেষণা কর্মকর্তা সোহেল মাসুদ, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং ও ওয়েস্টার্ন হুলক গিবন কনজারভেশন প্রজেক্ট অব বাংলাদেশ ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস এর নির্বাহী পরিচালক আন্তনী মুখিম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে একসময় অনেক বনে উল্লুকের দেখা মিলত। কিন্তু বন ধ্বংস, খাদ্য সংকট, এবং মানবসৃষ্ট নানা বিপর্যয়ের কারণে তাদের সংখ্যা দ্রæত হ্রাস পাচ্ছে। এখন লাউয়াছড়াই উল্লুকের শেষ নিরাপদ আশ্রয়স্থল।





