বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৭:০৫:৩৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌর মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়িকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।এর আগে ষাটমা ছড়ায় বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করা হচ্ছে এমন তথ্য প্রচারের প্রেক্ষিতে থানা পুলিশ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল-সহ ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনায় যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। তবে, ছড়া পরিদর্শনে বিষ প্রয়োগে মৎস্য নিধনের কোনো সত্যতা পাওয়া যায়নি।





