দোয়ারায় বিজিবির জনসচেতনতামূলক সভা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৭:০৪:২০ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার বাঁশতলা এলাকায় বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে সীমান্ত এলাকায় চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে। সীমান্তের নিরাপত্তা রক্ষা শুধু বিজিবির দায়িত্ব নয়, এটি জনগণেরও দায়িত্ব। সীমান্ত এলাকার জনগণ যদি সচেতন হয় এবং তথ্য দিয়ে সহযোগিতা করে, তাহলে যেকোনো অপরাধমূলক কর্মকাÐ রোধ করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুফায়েল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।





