দোয়ারায় জামায়াতের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৭:১৬:২১ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন দল ও মতের প্রায় অর্ধশতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নতুন যোগদানকারীদের বরণ করে নেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, আমরা একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। দোয়ারাবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান তাঁর মেয়াদকালে একটিও দুর্নীতি করেননি। অপরদিকে কেউ কেউ জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থে লিপ্ত হয়েছেন। জামায়াতে ইসলামী সর্বদা স্বচ্ছতা ও জনসেবার রাজনীতিতে বিশ্বাসী।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও নবযোগদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন। যোগদানকারীরা আশা প্রকাশ করেন যে, মাওলানা আব্দুস সালাম আল মাদানীর নেতৃত্বে দোয়ারাবাজার ও ছাতকে ইসলামী মূল্যবোধ ও জনসেবামূলক রাজনীতির আরও প্রসার ঘটবে।





