কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৭:১৭:২৭ অপরাহ্ন

কবি নূর ই ছাত্তার কবিতা, প্রবন্ধ, গবেষণা, জীবনীগ্রন্থ, কাব্যনাট্য ও গীতিকবিতাÑসব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। ষাটের দশকের উত্তাল সময়ে তাঁর কাব্যভুবনে পদার্পণ, পরে হয়ে উঠেছিলেন সাহিত্যপ্রেমীদের প্রেরণার উৎস। তাঁর জীবন ছিল সংগ্রাম ও সাধনার এক অনন্য দৃষ্টান্ত। তিনি তাঁর লেখার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ছুঁয়ে গেছেন এবং তাদের আশা-আকাক্সক্ষার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। তাঁর সাহিত্যকর্ম শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের প্রতিচ্ছবি নয়, বরং এটি একটি সর্বজনীন আবেদন, যা আগামী প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক থাকবে।
কেমুসাসের জীবন সদস্য ষাটের দশকের কবি নূর ই ছাত্তার স্মরণে আলোচনা ও কেমুসাসের ১২৫২তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে কবি ফরীদ আহমদ রেজা উপরোক্ত কথা বলেন।
মুখ্য আলোচকের বক্তব্যে কেমুসাসের সাবেক সভাপতি রাগিব হোসেন চৌধুরী বলেন, নূর ই ছাত্তার ছিলেন অসাধারণ প্রতিভাবান এক কবি। তাঁর লেখার মধ্য দিয়েই অগণিত পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং কবি এস এম ফাহিমের সঞ্চালনায় আসরে নূর ই ছাত্তারকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি আব্দুর রহমান জামি। আলোচনায় অংশ নেন কেমুসাসের সহসভাপতি রুহুল ফারুক, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ফয়জুল হক, কবি নূর ই ছাত্তারের পরিবারের পক্ষ থেকে অনুভ‚তি ব্যক্ত করেন জালালাবাদ গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. উস্তার আলী ও আবু তাহের ইমন।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার মো. আব্দুল মুমিন। আসরে গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও লিলু মিয়া। সেরালেখক মনোনীত হন শামসীর হারুনুর রশীদ। বিজ্ঞপ্তি







