ছাতকের ভাতগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৭:২২:৪৮ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, প্রায় দেড় যুগ পর দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ষড়যন্ত্র বাড়ছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। অতীতেও বিএনপি নিয়ে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে ষড়যন্ত্রকারীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। ফেব্রæয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে ছাতকে ধানের শীষের পক্ষে মিজান চৌধুরীর মাসব্যাপী গণসংযোগ ও সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাতগাঁও, কছুরগাঁও, শক্তিরগাঁও, গোয়াসপুর ও ৫নং ওয়ার্ডের মন্ডলপুর, জহিরপুর, সঞ্জবপুর, হাসামপুর, কেওয়ালীপাড়া গ্রামে অনুষ্ঠিত পৃথক কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ভাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত গণসংযোগ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল গফুর। বিএনপি নেতা ইসলাম ফিরোজের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, হাফিজুর রহমান, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম ছমরু মিয়া, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার খান, গোলাম রাব্বানী, কয়েছ আহমেদ, আব্দুল মুকিত, বিএনপি নেতা মধু মিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সুজন মিয়া, ওলিউর রহমান আলেক ও কাওছার আহমদ।
মাওলানা ফিরোজ আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোয়েব আহমদ, কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি







