শিল্পী শালীনকে ফেইসবুকে প্রাণনাশের হুমকী : থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৮:৫৫:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখীকে কেন্দ্র করে জনপ্রিয় সুফী শিল্পী ও মানবাধিকার কর্মী শালীন আহমদকে প্রাণনাশের হুমকী দেয়া হয়েছে। এই ঘটনায় তিনি এসএমপির এয়ারপোর্ট থানায় একটি জিডি করেছেন।
শালীন আহমদ জানান, তিনি একজন সংগীত শিল্পি ও সংগীত পরিচালক। এছাড়া তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ-এর এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। তাই বিবেকের দায় থেকে তিনি সামাজিক বিভিন্ন বিষয়াদি যে, মাদক, যৌতুক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে তার নিজস্ব ফেইসবুক আইডিতে লেখালেখী করছেন। এসব পোষ্ট সমাজের প্রায় সকল শ্রেনীর লোকজন ইতিবাচক মন্তব্য করেন। সম্প্রতি সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ে ফেইসবুকে লেখার কারণে জনৈক ফেইসবুক (নাম- করিম ভাই) থেকে তার ম্যাসেঞ্জারে অকথ্য ভাষায় গালাগালি, ভয়ভীতি ও হুমকী ধামকী প্রদান করা হয়েছে। এমনকি উক্ত আইডি থেকে তাকে প্রাণনাশেরও হুমকী দেয়া হয়েছে। এরপর থেকে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি গত মঙ্গলবার (২৮ অক্টোবর) এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ জিডি করেন। জিডি নং- ১৮৪, তারিখ: ২৮-১০-২৫ইং।
এর সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, এই ঘটনায় আমার থানায় একটি জিডি হয়েছে। পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে।





