কদমতলীতে বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৯:১০:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী থেকে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১০টার দিকে কদমতলীস্থ হোটেল তৌফিকের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এনসময় তার কাছ থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটককৃতের নাম আব্দুল মালেক (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত রমিজ মিয়ার পুত্র।
শুক্রবার (৩১ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।






