সিলেটের প্রবীণ চিকিৎসক ডাঃ হাফিজের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৯:১২:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের প্রবীণ চিকিৎসক ও নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এ কে এম হাফিজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটের সময় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
প্রফেসর ডাঃ একেএম হাফিজ সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এবং তাঁর স্থায়ী নিবাস সুনামগঞ্জ জেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজের এমবিবিএস ৭ম ব্যাচের ছাত্র। কর্মজীবনে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান এবং সিলেট ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বিএমএ সিলেট বিভাগের দুই বারের সভাপতি, সিলকো ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান, নর্থ ইস্ট মেডিকেলের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট সিটি ক্লিনিকের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানে তাঁর প্রথম জানাযা সম্পন্ন হয়। মরহুমের ২য় জানাযা আজ শনিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।







