ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তপশিল ঘোষণা : ইসি
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৯:৪৮:৪২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে ফেব্রæয়ারিতে অনুষ্ঠিত হবে। এই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। সে অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। শুক্রবার বিকেল পৌনে ৩টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে, নাকি পরে হবে এ বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে তা এখনও আমাদের কাছে পৌঁছেনি। সিদ্ধান্ত হলে আপনাদের জানাতে পারব।
পিআর পদ্ধতির বিষয় কথা বলতে অনীহা প্রকাশ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পিআর পদ্ধতিটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে তার অপেক্ষায় আছি।
নির্বাচন কমিশনার বলেন, ফেব্রæয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করছি। এরই অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আগামীকাল পটুয়াখালী জেলার কর্মশালাটি অনুষ্ঠিত হবে। অতীতে যারা প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে শঙ্কা, দ্বিধা ও সংকোচ অনেক বিষয় কাজ করছে।






