মংলিছড়া চা বাগানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৪:৪৭ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নে মংলিছড়া চা বাগানে প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে সনাক্ত করে দিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি স্থাপত্য ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে বাগানের একটি স্কুলে এই আয়োজন করা হয়। স্থানীয় যুবক সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী মুকুন্দ মুন্ডার সার্বিক পরিচালনায় নারী,শিশু ও পুরুষদের মধ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সহানুভূতি স্থাপত্য ফাউন্ডেশনের উপদেষ্টা ছড়াকার প্রশান্ত লিটনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই মানবিক কার্যক্রম। আয়োজনে উপস্তিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরিফ আহমদ, আনোয়ার হোসেন রাহাত সেক্রেটারি, কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ মো ইউসুফ আহমদ, ফারহানা আহমদ, শাহজাহান আহমদ, মিসবাহ উদ্দিন, সুহেদ আহমদ, মাহদি হাসান, তায়েফ, মহিলা শাখার সভাপতি আনজেলি জান্নাত মাওয়া, তাসনিমা বেগম। শুভাকাঙ্ক্ষী শাহান আহমদ ও রক্তদাতা মুহিবুর রহমান সোহাইব। বিজ্ঞপ্তি






