ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৫:৫৬:৫৬ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের দয়ামীরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহতসহ একই পরিবারের ৪জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের শফিক মিয়ার ছেলে প্রাইভেট কার চালক হারুন মিয়া (২৮) ও তার মেয়ে আনিছা বেগম (১০)। আহতরা হলেন, নিহত হারুন মিয়ার বোন রাহিমা খাতুন (৩০), পান্না বেগম (২৩) মুন্নি আক্তার (২৩) ও ভগ্নিপতি মুকিত মিয়া (৩৫)। তারা সবাই একই পরিবারের এবং দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের যাত্রী ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে মহাসড়কের দয়ামীর মাদরাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেস এর একটি বাস ও তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেট কার মহাসড়কের দয়ামীর মাদরাসার সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কার চালক হারুন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এরপর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। অপর আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।





