বড়লেখায় সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৬:০৭:০৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সেরা সমবায়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালনের কর্মসূচি শুরু হয়।
উপজেলা সমবায় অফিসার রোহেল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ ও স্কুল শিক্ষিকা হালিমাতুন সাদিয়ার সঞ্চালনায় র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম জামালুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, এসআই সুব্রত কুমার দাস, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক আবু হাসান, জনকল্যাণ সমবায় সমিতির সভাপতি মুক্তালাল বিশ্বাস, বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও ইউপি সদস্য ইমরানুল হক বাবু, বড়লেখা মহিলা সমবায় সমিতির সভাপতি রোকশানা বেগম, সমবায়ি মিলন রবি দাস, সমবায়ি চম্পা রাণী পাল, আমনিা বেগম ও সোমা আক্তার প্রমুখ।





