ওসমানীনগরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৬:৫৩:০৬ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ ও মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১৫শ শিক্ষার্থী অংশ নেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মিলে মোট ১শ মার্কের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই ৩ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষা শুরু হলে হল পরিদর্শন করেন, সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু। উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার চেয়ারম্যান আবু জুবায়ের, উপজেলা সেন্টার পরিচালক ও জেলা পশ্চিম শাখার নির্বাহী সম্পাদক মাহমুদুর রহমান, সহকারী পরিচালক মো. লতিফুর রহমান, আবেদ আলী ও মো: মহফুজুর রহমান প্রমূখ।







