গোয়াইনঘাটে সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৭:২৩:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার মধ্যাহ্নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কপিল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহকারী জিল্লুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভ‚মি) ওমর ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ। সভাপূর্বে প্রশাসন চত্বরে সমবায়ীদের নিয়ে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।





