দোয়ারায় জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৭:২৭:২১ অপরাহ্ন

দোয়ারাবাজার সংবাদদাতা: ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসের কার্যক্রম শুরু হয়। শুরুতেই জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) সুশান্ত সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম, ইউআরসি উপজেলা ইনস্ট্রাক্টর কাওসারুল ইসলাম, পিআইও লুৎফুর রহমান এবং প্রকল্প কর্মকর্তা (প্রজীপ) শাহীনুর রহমান। এছাড়াও সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, আব্দুর রশিদ, রিংকু কুমার দেব ও বাবুল চন্দ্র দাস প্রমুখ।







