গোলাপগঞ্জের বাঘায় ৩১ দফার সমর্থনে উঠোন বৈঠক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৭:৩১:৩৪ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-নিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু দেশের প্রতিটি সংকটময় মূহুর্তে জিয়া পরিবার ছিল অতন্দ্র প্রহরী। বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক হয়ে আছে। দেশ যখনই সংকটে পড়ে বিএনপির নেতাকর্মীরা তখনই ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে কোনা বন্যাসহ প্রতিটি দুর্যোগে বিএনপি জনগনের পাশে ছিল।
তিনি শুক্রবার রাতে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের কালাকোনা (শেরআউলি) গ্রামে আসদ্দর আলীর বাড়িতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আছদ্দর আলী। বাঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদের পরিচালনায় উঠোন বৈঠকে বক্তব্য রাখেন গৌছ মিয়া, ফখরুল ইসলাম, মমজেদ আলী, আবুল কালাম, নুরুল হক, ফারুক আলী, বদরুল আলম, মাসুদ আহমদ, সাহেদ আহমদ ও সায়েম তালুকদার। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আখলাছ মিয়া। বিজ্ঞপ্তি







