বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপানে বয়স বেঁধে দিলো মালদ্বীপ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৮:৪৬:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: জনস্বাস্থ্যের সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মালদ্বীপ। ধূমপানে দেশটির সরকার ১ নভেম্বর থেকে কার্যকর করেছে নতুন এক নিয়ম। ২০০৭ সালের জানুয়ারির পর যারা জন্মেছেন, তারা কেউই আর ধূমপান করতে পারবেন না। এর মধ্য দিয়ে মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের’ আইন কার্যকর করল।
শনিবার মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার কিংবা বিক্রি করতে পারবে না।
চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই উদ্যোগের অনুমোদন দেন। তার দপ্তর জানায়, এই পদক্ষেপ জনস্বাস্থ্যের সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনের পথে একটি বড় মাইলফলক।
নতুন আইনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিক্রেতাদের তামাক বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে। এছাড়া এই নিয়ম মালদ্বীপ ভ্রমণকারী পর্যটকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। এক হাজার ১৯১টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ার এই দেশটি নিরক্ষরেখা বরাবর প্রায় ৮০০ কিলোমিটারজুড়ে বিস্তৃতÑ বিলাসবহুল রিসোর্ট ও পর্যটনের জন্য যেটি সুপরিচিত।






