কোম্পানীগঞ্জ তেলীখালে ধানের শীষের পক্ষে হাকিম চৌধুরীর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৯:০০:৪৪ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড় যুগ পর জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন বানচাল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারীর নির্বাচন বানচাল করতে পারবেনা। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতি নিশ্চিত হবে।
তিনি শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলীখাল বাজারে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি নাছিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক তেরা মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক কালা মিয়া, বিএনপি নেতা বদরুল আলম, ফজল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইনজাদ, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, সদস্য আসাদুজ্জামান আসাদ, মকসুদ আহমদ, সুয়েব মিয়া, আলিম উদ্দিন, সুহেল মিয়া ও ফারুক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি






