এতিম কন্যাকে বিয়ে দিয়ে কথা রাখলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৯:১৭:৩৮ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি : বাবা নেই, মাও অসহায় অথচ প্রাপ্তবয়স্ক হয়েছে মেয়ে, বিয়ে কিভাবে দিবেন সেই চিন্তায় যখন টেনশনে ঘুম নেই মায়ের, এগিয়ে এলেন সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি কয়েকদিন আগেই কথা দিয়েছিলেন ৫০ জন এতিম কন্যাকে বিয়ে দিবেন, অবশেষে কথা রাখলেন তিনি।
শনিবার (১ নভেম্বর) বিয়ানীবাজারের একটি অভিযাত পার্টি সেন্টারে জাঁকজমকভাবে ঐ এতিম কন্যার বিয়ের আয়োজন করা হয়।
তার নাম তামান্না বেগম (১৮)। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা এবং বর গোলাপগঞ্জ উপজেলার গাগুয়া গ্রামের তরুন বেলাল আহমদ (২২)।
অনুষ্ঠানে বরযাত্রীসহ প্রায় দেড় শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়। এছাড়া প্রয়োজনীয় সব ফার্নিচার ও রান্না সামগ্রীসহ সবকিছুই সাথে দেয়া হয়েছে। এতে খুশি বর ও কনের দুই পরিবার। বর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেকটাই আবেগআপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি উদ্যোক্তা এমপি প্রার্থী সেলিম উদ্দিনের জন্য দোয়া করেন।
নিজের দেয়া কথা রাখা শুরু করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নিজে উপস্থিত থেকে বিয়ে পড়াতে পেরে আমি খুশী। আমার ইচ্ছা এভাবে অন্তত অর্ধশতাধিক দরিদ্র এতিম কন্যাকে বিয়ে দেয়ার। এসময় তিনি এই প্রজেক্টে সহযোগিতাকারি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






