নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারেনা : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৬:০৩:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ছোটবেলা থেকে শিশুদের মাঝে মমত্ববোধ গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষায় শিশুকে গড়ে তুলতে হবে। শিশুদের মধ্যে খারাপ আচরণ দেখা দিলে একসময় সেটি মনে স্থায়ীভাবে বাসা বাঁধে। এছাড়া একটি স্কুল কিভাবে পরিচালিত হয় তার উপরও নির্ভর করে শিশুদের নৈতিকতা। বিশেষ করে ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে শিশুদের নৈতিক শিক্ষা বৃদ্ধি পায় পায়। নৈতিক শিক্ষা ছাড়া একটা জাতি কখনও উন্নত হতে পারেনা।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার বই সঠিক সময়ে পৌঁছে দেয়া হবে। জানুয়ারিতে নির্বাচন নয়, তাই জানুয়ারীর শুরুর দিতে পাঠ্যবই পৌঁছে দেয়া সম্ভব। শিগগির প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। বিশেষ করে উপজেলার খালি পদগুলোতে শিক্ষক নিয়োগ হবে।
তিনি রোববার দুপুর ২ টায় জেলা প্রশাসন মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের সমাজে শিক্ষা নিয়ে যে ধারণা প্রচলিত আছে তা অনেকাংশে সঠিক নয়। শিক্ষায় শারীরিক ও মানসিক বিকাশ না ঘটলে শিশুরা এগুতে পারবেনা। শুধু পড়াশুনা করে ভাল মার্কস ও সার্টিফিকেট অর্জন করলেই হবেনা। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মুখস্থ বিদ্যার বাহিরের জগতের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে হবে এবং মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি এবং অপারেশন) পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান, সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ- পরিচালক মোঃ নুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা। সেরা শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-মাহজাবিন তালুকদার ও ঐশ্বর্য মুগ্ধ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন ও নাসরীন আক্তার খানম। অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি প্রাপ্ত ১০৬ জন শিক্ষার্থী হাতে নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।







