দাঁড়িপাল্লার বিজয়ে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৬:০৭:৫২ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৫ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার দক্ষিণ মিরেরচর গ্রামে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন, জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাংখা পুরণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী জানিয়ে আসছে। তিনি বলেন, পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
ইসহাক আলীর সভাপতিত্বে ও আজত আলীর পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর সেক্রেটারী জাহেদুর রহমান ও এসিস্ট্যান্ট সেক্রেটারি তালেব আহমদ গোলাপ।
বক্তব্য রাখেন-সাবেক স্থানীয় ওয়ার্ড মেম্বার আমির আলী, ৫ নং ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হোসেন। উপস্থিত ছিলেন জসিম উদ্দিন কাওসার, মোজাহিদ আলী, আরশ আলী, আনসার আলী, আবরুস আলী, মখলিস আলী, রইছ আলী, জাহেদুর রহমান, আলতাবুর রহমানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি







