ছাতকের দোলারবাজারে বিএনপির সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৬:১৫:৩৫ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ও দেশের উন্নয়ন নিশ্চিত হয়। দেশে গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠিত করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি শনিবার বিকেলে ছাতকে ধানের শীষের পক্ষে মাসব্যাপী গণসংযোগ ও সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের নরসিংহপুর, তালুপাঠ, যুগলনগর, বসন্তপুর, গোবিন্দপুর, দিলালপুর, শ্রীকৃষ্ণপুর গ্রামে গণসংযোগ শেষে নরসিংহপুরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির উপরোক্ত কথা বলেন।
এছাড়া তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বুরাইয়া, ছিছরাওলী, বুবরজান, কৃষ্ণপুরচক, খাগাহাটা, দশপাইকা, তালেবপুর গ্রামে গণসংযোগ শেষে বুরাইয়া গ্রামে ও ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের চানপুর, আলমপুর, গোপীনাথপুর, ভাওয়াল, মোহাম্মদপুর, রামপুর গ্রামে গণসংযোগ শেষে আলমপুর গ্রামে এবং ৪ ও ৫নং ওয়ার্ডের জাহিদপুর, চেলারচর, শেরপুর গ্রামে গণসংযোগ শেষে জাহিদপুর গ্রামে অনুষ্ঠিত পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পৃথক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান, মতিউর রহমান, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সিলেট মহানগর বিএনপির বন ও পরিবেশ সম্পাদক এস এম আমজাদ, দোলারবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাহেল আহমদ, দোলারবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুশফিকুর রহমান, সাদিকুর রহমান সাদিক, ওসমান আলী, আলী হোসেন, সুন্দর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য কাওসার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য আমীর আলী, আবু তালেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল, আলা উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন প্রমূখ। বিজ্ঞপ্তি





