কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৭:০১:৫০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বুড়িডহর গ্রামের মকবুল আলীর ছেলে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল সিলেট শহরের শাহপরান থানাধীন লামাপাড়া এলাকা থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। সে ৭টি মামলায় সাজাপ্রাপ্ত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারনামিয় আসামী।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান আব্দুর রহমানের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টিতে সাজাপ্রাপ্ত আসামি। তাকে ধরতে পুলিশ বেশ কিছুদিন থেকে অভিযান চালাচ্ছিল। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।





