মৌলভীবাজারে মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৭:০৬:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জিনিয়াস কুইজ অ্যাওয়ার্ড পরীক্ষার পুরষ্কার প্রদান করা হয়েছে। জিনিয়াস কোচিং হোম এর উদ্যোগে রোববার দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রভাষক অম্লান চৌধুরী’র সভাপতিত্বে ও জিনিয়াস কোচিং হোম এর পরিচালক প্রীতম দাস জয়’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ ফজলুল আলী, সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণা, শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি’র চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, প্রভাষক রেজাউল করিম, মো: আব্দুল বাকের ও মো: হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের পুরষ্কার প্রদান করা হয়।





