কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র ধর্মঘট স্থগিত
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৭:০৮:০৮ অপরাহ্ন
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পূর্বঘোষিত আজ ৩ নভেম্বর সোমবার এর ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।
সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এর আহবানে রোববার সকাল ১০টায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলনকক্ষে যৌথ সভায় সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যেমে ঔষধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে অধিদপ্তর কর্তৃক ঔষধ ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতি একমত পোষণ করেন এবং অতিদ্রুত বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে আলোচনা করে দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্¦াস প্রদান করে ধর্মঘট প্রত্যাহারের জন্য আহবান জানান।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এর আশ্বাসের প্রেক্ষিতে আজ সোমবার এর ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সভাপতি ময়নুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি







