সিলেটে জেএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:১৩:২০ অপরাহ্ন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় সহসভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট বলেছেন, দেশের বর্তমান বিরাজমান সংকট নিরসনে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা, প্রাদেশিক সরকার ও দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, গণভোট করতে হলে জাতীয় সংসদের উচ্চ কক্ষে নির্বাচিত শ্রেণি ও পেশার প্রতিনিধি নির্বাচন এবং দেশে ৯টি প্রদেশ গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি শনিবার বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জেএসডি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
সিলেট জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা জেএসডি’র আহবায়ক হোসেন আহমদ, বিশিষ্ট ইমিগ্রেশন বিশেষজ্ঞ ড. মোস্তফা আহমেদ মোশতাক, জেএসডি নেতা রিয়াজ উদ্দিন আহমদ ও মাসুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি







