বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:১৬:২৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার বোবারথল গ্রামের ষাটঘরি এলাকার মৃত ইছমাইল আলীর ছেলে শাহজাহান আহমদ (৩৪) হত্যা মামলার পলাতক আসামি সুনাম উদ্দিন (২৮)-কে র্যাবের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম গ্রেফতার করেছেন। শনিবার রাত তিনটার দিকে বোবারথল (পেকুছড়া) এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামি সুনাম উদ্দিনকে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত বছরের গত ৮ আগস্ট সকালে সীমান্তবর্তী একটি টিলা থেকে শাহজাহান আহমদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাসী। এর ২০ দিন পর ২৮ আগস্ট নিহতের ভাই ইব্রাহিম আলী ৯ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা শাজাহান হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি সুনাম উদ্দিনকে র্যাবের সহযোগিতায় শনিবাব রাতে থানা পুলিশ বোবারথল পেকুছড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





