কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:২২:২১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ‘সাম্য সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৫৪তম জতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শুকুর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য আবুল আলা সিদ্দিকী, মাহদি হাসান জাকির, কোম্পানীগঞ্জ ইসলামিক রিলিফের কর্মকর্তা আব্দুল হাই আরিফ, কোম্পানীগঞ্জ উপজেলা বারকী শ্রমিক সমবায় সমিতির সভাপতি আউয়াল মিয়া, নাসিমা আক্তার প্রমুখ।







