নগরে ১ মাসে আটক ১৪৫৮ অবৈধযানবাহন, জরিমানা ৪৮ লাখ
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:৩২:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অ্যাকশন অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। গত ১ মাসে বিশেষ অভিযানে সিলেট নগরী থেকে ১ হাজার ৪৫৮ টি অবৈধ যানবাহন আটক করেছে পুলিশ। এছাড়া ১ হাজার ২৭টি মামলা দায়ের করাহয় এবং ৪৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আদায় হয়েছে ৩৩ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা।
রোববার (২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সেপ্টেম্বর শেষের দিকে নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অ্যাকশনে নামে পুলিশ। এরপর থেকে অবৈধ যানবাহন, ব্যাটারি চালিত রিকশা ও ফুটপাত হকার মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে নগরীতে আটক হওয়া ১ হাজার ৪৫৮ টি অবৈধ যানবাহনের মধ্যে রয়েছে ৬৫৩ টি, ব্যাটারিচালিত রিকশা, ১৬৯ টি প্যাডেলচালিত রিকশা, ৪৪২ টি মোটরসাইকেল, ১২৮ টি সিএনজিচালিত অটোরিকশা, ১২ টি লেগুনা, ১৪ টি প্রাইভেটকার, ৭ টি টেম্পু, ২১ টি পিকআপ, ৬ টি ট্রাক, ১ টি বাস ও ১ টি মাইক্রো এবং দুটি ভ্যান।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছুদিনের জন্য পুলিশের অভিযান বন্ধ থাকায় নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়ে যায়। আগে মহল্লার ভেতরে সীমাবদ্ধ থাকা এসব রিকশা মূল সড়কে ওঠায় যানজটও বৃদ্ধি পায়। নাগরিকদের দাবির প্রেক্ষিতে সেপ্টেম্বরের শেষ দিকে আবারও অভিযান শুরু করে এসএমপি। এই অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়।
এরইমধ্যে গত মঙ্গলবার ১১ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালকরা চৌহট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে দিনব্যাপী বিক্ষোভ করেন। তবে প্রশাসন জানিয়েছে—এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী জানান, নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযান চলমান রয়েছে। সিলেট থেকে অবৈধ যানবাহন পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।







