কানাইঘাটে হাফেজ আনওয়ার হোসাইনের সমর্থনে গণমিছিল
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:১৮:০৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সমর্থনে কানাইঘাটে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার সড়কের বাজার এলাকায় আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন হাফেজ আনওয়ার হোসাইন খান নিজে।
দিঘীরপার ইউনিয়ন সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও জামায়াতনেতা মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে পিছিয়ে থাকা সিলেট-৫ আসন এলাকাকে নতুন করে গড়ে তোলা হবে। এই এলাকার সমস্যা চিহ্নিত করে এর সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, আমরা চাই এই আসনের ২টি উপজেলা কোন একদিন মডেল উপজেলা হিসেবে পরিচিতি পাবে। আগামী নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের কাঙ্খিত এলাকা গঠনের স্বার্থে দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ। এসময় তিনি জনগনকে সাথে নিয়ে আলোকিত সিলেট-৫ আসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা ফয়সল আহমদ, জামায়াতনেতা অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা জামায়াত সেক্রেটারী হাফেজ তাজ উদ্দিন, সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল ফারুক, জামায়াতনেতা আব্দুল গফুর ও সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম প্রমূখ। বিজ্ঞপ্তি







