হবিগঞ্জে গাঁজাসহ র্যাবের হাতে আটক ৩
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:৩৪:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের উজ্জল কৃষ্ণ গোয়ালার ছেলে অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), একই গ্রামের কমল তাতীর ছেলে সুকন তাতী (১৯) এবং কানন্দ্রু রিকিয়াশনের ছেলে রুহিত রিকিয়াশন (১৮)।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, গাঁজাসহ আটককৃতদের মাধবপুর থানায় হস্থান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা তারা স্বীকার করেছে।






