জেলা যুবদল নেতাকে কেন্দ্রের শোকজ নোটিশ
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:৩৭:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ শোকজ করা হয়।
চিঠিতে ফজল আহমদ জনির বিরুদ্ধে জনসম্মুখে বিএনপির সিনিয়র নেতৃত্ব সম্পর্কে অসাংগঠনিক বক্তব্য প্রদান এবং সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
এতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকে এমন কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। তাই কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে আগামী তিন (৩) দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।







