নগরের যেসব এলাকায় আজ থাকবেনা বিদ্যুৎ
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:৩৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য আজ সোমবার (৩ নভেম্বর) নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেট-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উন্নয়ন প্রকল্পের আওতায় রাইট-অফ-ওয়ে বরাবর গাছ-পালা কর্তন, বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে। এসব কাজের জন্য সোমবার সকাল ৭ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিউবোর নির্বাহী প্রকৌশলী এবং উন্নত সেবা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।







