আইডিয়ার ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৬:০১:৫৫ অপরাহ্ন

ইন্টারনেট সোসাইটির সহযোগিতায় ইন্সটিটিউট অব ডেভলাপমেন্ট এ্যাফেয়ার্স (আইডিয়া)’র উদ্যোগে সিলেট জেলার ৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫০জন শিক্ষার্থীকে নিয়ে সোমবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীর বন্দরবাজারে অবস্থিত একটি হোটেল অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের এসিসট্যান্ট প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী ও দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। কর্মশালায় সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সৈয়দ হাতীম আলী উচ্চ বিদ্যালয় ও শাহজালাল উপশহর হাইস্কুল থেকে ৫০ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক অংশ নেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো- সচেতনতা তৈরীর মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা ও সম্ভাবনা উপলব্ধি করতে সহায়তা করা। প্রধান অতিথির বক্তব্যে এ.এস.এম আব্দুল ওয়াদুদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে কিভাবে তাদের একাডেমিক বিষয়ভিত্তিক সমস্যার সমাধান ও দক্ষতাপূর্ণ কাজ শেখা যায় তার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের উপর উৎসাহিত করেন।
কর্মশালাটি পরিচালনা করেন সামী হক, সহকারী পরিচালক আইডিয়া, তামান্না আহমদ, কোঅর্ডিনেটর, আ্ইডিয়া এবং নাজিম আহমদ, পরিচালক, কর্মসূচি, আইডিয়া। বিজ্ঞপ্তি







