আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২০
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৬:৪০:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরের শহর মাজার-ই-শরীফের কাছে সোমবার সকালে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ২৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। মাজার-ই-শরীফ শহরটিতে প্রায় ৫ লাখ ২৩ হাজার মানুষের বসবাস।
সামানগান প্রদেশের স্বাস্থ্য বিভাগে কর্মরত মুখপাত্র সামিম জয়ান্দা জানান, “সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৫০ জন আহত ও ৭ জন শহীদ হয়েছেন। তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।” এই তথ্যগুলো সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের জন্য ইউএসজিএস-এর ‘পেজার’ নামের স্বয়ংক্রিয় ব্যবস্থায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়। এতে বলা হয়েছে, ‘প্রচুর হতাহতের সম্ভাবনা রয়েছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক হতে পারে।’ এই মাত্রার পূর্ববর্তী ভূমিকম্পগুলোতে সাধারণত আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের জরুরি প্রতিক্রিয়া প্রয়োজন হয়েছে বলে জানানো হয়েছে। বালখ প্রদেশের মুখপাত্র হাজি জাইদ বলেন, ভূমিকম্পে মাজার-ই-শরীফে অবস্থিত পবিত্র ‘নীল মসজিদ’-এর কিছু অংশ ধসে পড়েছে। এটি শহরের অন্যতম পবিত্র উপাসনাস্থল।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত পরে জানানো হবে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে নিথর দেহ টেনে বের করছেন উদ্ধারকারীরা।
গত আগস্টেও আফগানিস্তানে একাধিক ভূকম্পনে হাজার হাজার মানুষ প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। আফগানিস্তান দুটি সক্রিয় ভূকম্পন রেখার উপর অবস্থিত। তাই দেশটি ভূমিকম্পের ঝুঁকিতে সবসময়ই রয়েছে।
২০১৫ সালে উত্তর-পূর্ব আফগানিস্তানে এক শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান ও পার্শ্ববর্তী উত্তর পাকিস্তানে কয়েকশ মানুষ মারা যান। ২০২৩ সালেও আরেকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ প্রাণ হারান।






