বাংলাদেশে কার্যালয় খুলে ব্যবসা পরিচালনার সুযোগ দেবে সরকার
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৭:০৭:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিদেশি এয়ার অপারেটরদেরকে বাংলাদেশে নিজস্ব কার্যালয় খুলে কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বর্তমানে প্রচলিত আইনে বিদেশি এয়ার অপারেটরদের নিজস্ব কার্যালয় স্থাপনের অনুমতি নেই; শতভাগ বাংলাদেশি মালিকানাধীন একক সংস্থার মাধ্যমে তাদের কার্যক্রম চালাতে হয়। তবে প্রস্তাবিত নতুন বিধানে বলা হয়েছে, কোনো অপারেটর চাইলে নিজস্ব অফিস খুলে সরাসরি পরিচালনা করতে পারবে। আবার যদি তা না চায়, সেক্ষেত্রে শতভাগ বাংলাদেশি মালিকানাধীন এক বা একাধিক সংস্থাকে সাধারণ বিক্রয় প্রতিনিধি (জেনারেল সেলস এজেন্ট-জিএসএ) হিসেবে নিয়োগ দিতে পারবে।
এই নতুন বিধান সংযোজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ শীর্ষক একটি খসড়া প্রস্তুত করেছে। খসড়াটি সংশ্লিষ্টদের মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বর্তমান বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ অনুযায়ী বিদেশি এয়ার অপারেটররা বাংলাদেশে নিজস্ব অফিস খুলতে পারে না এবং একমাত্র শতভাগ বাংলাদেশি মালিকানাধীন একক সংস্থাকেই বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হয়।
একক বাজার দখল প্রতিরোধ, স্বচ্ছতা নিশ্চিত করা ও যাত্রীদের স্বার্থ সুরক্ষায় প্রস্তাবিত খসড়ায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, এতে এয়ার অপারেটর, গ্রাউন্ড অপারেটর, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রতিষ্ঠান ও ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যা বর্তমান আইনে নেই। এজন্য বিদ্যমান আইনের ৪টি ধারা পরিবর্তন এবং নতুন করে ১৭টি উপধারা যুক্ত করা হচ্ছে।







