ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমে ৬.২৯%, চার বছরে সর্বনিম্ন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৭:২১:১৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি বছর সেপ্টেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে। অর্থনীতিবিদরা বলছেন, মূলত দেশে নতুন ব্যবসায় স্থবিরতা ও বিনিয়োগ কমে যাওয়ার কারণে বেসরকারি খাতে ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমেছে। তা কমতে কমতে ৭ শতাংশে নীচে নামল সেপ্টেম্বরে। চলতি বছরের এপ্রিল-জুনে আগের প্রান্তিকের তুলনায় দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সব সূচকই ছিল নেতিবাচক। দেশে নতুন করে বিদেশি বিনিয়োগের পরিমাণ বা ইক্যুইটি বাড়েনি।
বর্তমানে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও রেটিং এজেন্সিগুলোর নেগেটিভ ঋণমানের কারণে নতুন বিনিয়োগ কম আসছে। কারণ বিদেশি বিনিয়োগকারীরা একটি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বিনিয়োগ করে। বর্তমানে রিজার্ভ বাড়া ইতিবাচক হিসাবে মূল্যায়ন করলেও রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে।






