জুড়ীতে হিফজ সম্পন্নকারীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৭:৩৭:০৩ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলায় হিফজ সম্পন্নকারী দুই মহিলা হাফিজাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের বৃহত্তর কচুরগুল মহিলা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ফাহমিদা আক্তার হেপি ও সাম্মী জাহান ইভা হিফজ সম্পন্ন করায় মাদরাসা কর্তৃপক্ষ এ সংবর্ধনার আয়োজন করে।
মাদরাসা পরিচালক হাফিজ মিছবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক আজিম উদ্দিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার ষোলোপনী ঈদগাহের ইমাম মাওলানা ছায়েম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী লামাবাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আব্দুল আজিজ লতিফি, কচুরগুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আজিম উদ্দিন, ব্যবসায়ী হাছনাতুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুল জলিল, মনুফর আলী, ফারুক মিয়া, হাফেজ সফিক উদ্দিন, হেলাল উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।







