নগরীতে এক মাসে ৬ হোটেল সিলগালা, গ্রেফতার ৭২৫
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৮:১৪:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অনৈতিক কাজে জড়িত থাকায় সিলেট নগরীতে এক মাসে ৬টি হোটেল সিলগালা করা হয়েছে। হোটেল থেকে আটক ১৯ জনসহ মোট ৭২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের মধ্যে ৫৬ জন চোর, ১৭ জন ছিনতাইকারী, ৬৩ জন মাদক ব্যবসায়ী, ১২২ জন জুয়াড়ি। পাশাপাশি ১ হাজার ৯৯১টি যানবাহন জব্দ ও ১৪ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ১,৭৩০ পিস, গাঁজা ৪ কেজি ২২০ গ্রাম, বিদেশি মদ ৭১৩ বোতল, চোলাই মদ ১৪৫ লিটার ও ফেন্সিডিল ২১ বোতল। চোরাচালান প্রতিরোধে উদ্ধারকৃত পণ্যের মধ্যে ভারতীয় পেয়াজ, চা পাতা, চকলেট, শাড়ি, কম্বল, বিদেশি সিগারেট ও মোবাইল হ্যান্ডসেটসহ বিপুল পরিমাণ জিনিস রয়েছে। এসএমপি জানায়, শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।







