সিলেটের ১৪ আসনে বিএনপি’র প্রার্থী চূড়ান্ত, ২৩৭ আসনে নাম ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৮:৩৪:৪৪ অপরাহ্ন
খালেদা জিয়া ৩, তারেক লড়বেন ১টি আসনে

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ৩টি আসন থেকে প্রার্থী হবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান মির্জা ফখরুল।
এদিকে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সিলেটের ১৪ আসনের দলীয় প্রার্থীগণ হলেন-
সিলেট-১ (মহানগরের একাংশ ও সদর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিঁেখাজ বিএনপি নেতা ইলিয়াস আলী সহধর্মিনী তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৩ (মহানগরের একাংশ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ও সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে নাসের রহমান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মোঃ মজিবুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে ডা: সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মোঃ জি কে গউস ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে এস এম ফয়সাল।
চুড়ান্ত মনোনয়নের ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি .কে গউস দৈনিক জালালাবাদকে বলেন, বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪ টি তে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকীগুলো নিয়ে আলোচনা চলছে। কয়েকটি আসন জোটকেও ছাড় দেয়া হতে পারে। এটা চূড়ান্ত মনোনয়ন। এর বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। কারণ আমরা সব প্রার্থীগণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি। সবমিলিয়েই আমরা ঐক্যবদ্ধ বিএনপি পরিবার। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করবো।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেন, বিএনপির পক্ষ থেকে সারাদেশের ২২৭টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের দলের সর্বোচ্চ নেতা ও অভিভাবক তারেক রহমান সাহেব এই তালিকা চূড়ান্ত করেছেন। এখন চূড়ান্ত প্রার্থীকে নিয়ে সবাইকে মাঠে নেমে যেতে হবে। কেউ যদি ন্যূনতম বিদ্রোহের চেষ্টা করেন কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন। তাহলে দল কঠোর সিদ্ধান্ত নিবে। তাই সবাইকে চূড়ান্ত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।







