সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৮:৪১:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন বাইশটিলা থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান, গত ২৬ অক্টোবর বিকেল থেকে এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা গ্রামের ১২/১৩ বৎসরের ৪ জন শিশু এক সাথে নিখোঁজ হয়। তারা হলো- ১। দিনমজুর ফিরোজ মিয়ার ছেলে সুহিন মিয়া (১৩), ২। মৎসজীবি আব্দুল খালেকের ছেলে তামিম (১৩), ৩। দিনমজুর নাসির মিয়ার ছেলে হাকিম (১৩) ও ৪। সিএনজি চালক কালাম মিয়ার ছেলে তানিম (১২)।
তাদের সন্ধান না পেয়ে নিখোঁজ সুহিনের মা জাহেদা বেগম গত ২৮ নভেম্বর এয়ারপোর্ট থানায় একটি জিডি করেন। নিখোঁজ শিশুদের মধ্যে তামিমের নিকট মোবাইল সেট থাকলেও তাহা নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ পাওয়া যায়। পুলিশ নিখোঁজ ঘটনা বিশ্লেষন করে ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ শিশুদের অবস্থান সনাক্ত করে। এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম রোববার ( ২ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে কমলাপুর রেলওয়ে কালোনীর একটি খাবারের হোটেল থেকে নিখোঁজ ৪ শিশুকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া শিশুরা জানায় যে, পরিবারের আর্থিক সংকট দেখে অভিভাবকদের না জানিয়ে অনেকটা অভিমান করে কাজের সন্ধানে তারা গত ২৬ অক্টোবর রাত ১১টায় ট্রেন যোগে ঢাকায় রওয়ানা করে এবং পরদিন সকালে ঢাকায় পৌছে। পরবর্তীতে তারা উক্ত খাবারের হোটেলে বয় হিসেবে কাজ নেয়।
উদ্ধারের পর নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।







