খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয় : সিকৃবি ভিসি
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৬:৩৩:০৮ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃ হল ইনডোর গেমস্ (দাবা, ক্যারম, ও টেবিল টেনিস) ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্যাহর সঞ্চালনায় এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা, পারস্পরিক সহযোগিতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়। খেলার মাঠে শৃঙ্খলা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পরিস্থিতিতেই যেন খেলার পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে সকলের সচেতন থাকা প্রয়োজন। আমরা চাই খেলাগুলো উপভোগ্য হোক এবং শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শন করে। বিজ্ঞপ্তি







