সিকৃবি পরিদর্শনে বেলজিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৬:৩৩:৫৮ অপরাহ্ন
বেলজিয়াম এর গেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষিখাদ্য বিপণন ও চেইন ম্যানেজমেন্ট ইউনিট, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. হান্স ডি স্ট্যুর ৪ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রফেসর ড. হান্স ডি স্ট্যুর বাংলাদেশের ঐতিহ্যবাহী ফল ও সবজি বাজারের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাসহ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বিনিময় বিষয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহ জাহান মজুমদার, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক স্বরূপ বড়ুয়া ও সহকারী অধ্যাপক মায়মুনা বেগম। বিজ্ঞপ্তি







