আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করলো সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৬:৩৬:১১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অফ এআইসিএইচই অর্জন করেছে মর্যাদাপূর্ণ এআইসিএইচই আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড ২০২৪-২০২৫। প্রথমবারের মতো শাবিপ্রবির এআইসিএইচই চ্যাপ্টার এই সম্মান অর্জন করেছে।
রোববার যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত এআইচিই অ্যানুয়াল স্টুডেন্ট কনফারেন্স ২০২৫-এ এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়। চার দিনব্যাপী এই কনফারেন্সটি ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলে যুক্তরাষ্ট্রের জন বি. হাইনস ভেটেরান্স মেমোরিয়াল কনভেনশন সেন্টারে।
চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে শাবিপ্রবি ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বিশ্বের চার শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমিতসংখ্যক চ্যাপ্টার এই স্বীকৃতি পায়। শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণামূলক কার্যক্রম, পেশাগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও সার্বিক পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।
ড. সালমা আখতারের নেতৃত্বে চ্যাপ্টারটি গত বছর ক্যারিয়ারস্পার্ক ১.০, কেম-ই কুয়েস্ট প্রতিযোগিতা, স্ট্রিমলাইন নিউজলেটার ও কে-১২ এসটিইএম আউটরিচ প্রোগ্রামসহ একাধিক সফল কার্যক্রম সম্পন্ন করেছে। এই ধারাবাহিকতায়ই এসেছে আন্তর্জাতিক এই স্বীকৃতি।
পুরস্কারের অংশ হিসেবে সাস্ট চ্যাপ্টার পেয়েছে একটি স্মারক ফলক, ফ্যাকাল্টি অ্যাডভাইজর ও সভাপতি আহমেদ সাকিবুল ইসলাম এর স্বীকৃতি সনদ এবং এআইচিই’র ওয়েবসাইটে আনুষ্ঠানিক স্বীকৃতি।
উল্লেখ্য, এ কনফারেন্সে উপস্থিত ছিলেন চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ার সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সহকারী অধ্যাপক ও প্রতিষ্ঠাতা অ্যাডভাইজর মো. দেলোয়ার হোসাইন।






