ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৬:৫৮:৫৫ অপরাহ্ন
‘নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার শাহজালাল উপশহরের এনজিও ফোরাম মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ আয়োজন করে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)। প্রশিক্ষণটি বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আর আয়োজনটি অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক কর্মীদের নাগরিক পরিসর, ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং অপতথ্য মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে অংশগ্রহণকারীদের ডিজিটাল নাগরিক হিসেবে নিরাপদ ও দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্র্যাকটিস সেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মঞ্জুরুল আলম, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মো. মহসিন রেজা, প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ, একাউন্স অফিসার নাহরিন সুলতানা, সোস্যাল অফিসার তামান্না আক্তার, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।
সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত ১৬ জন পুরুষ ও ১৬ জন নারীসহ মোট ৩২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি







