বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে তারুণ্যের উৎসব
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৭:০১:১৭ অপরাহ্ন
দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি দেশের সকল ব্রাঞ্চে ১৯ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত আয়োজন করে গ্রাহক সেবা পক্ষ। তারই অংশ হিসেবে রোববার আয়োজিত হয় উদ্যোক্তা মেলা, স্কুল ব্যাংকিং ও গ্রাহক সমাবেশ। সমাপনী দিনে পুরষ্কৃত করা হয় ব্যাংকের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা।
ব্যাংকের প্রধান কার্যালয় ও জুম ভিত্তিক দেশব্যাপী এ আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: জসীম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজার বৃন্দ, সকল ডিপার্টমেন্ট হেড, ও ব্রাঞ্চ ম্যানেজার বৃন্দ।
ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ডিপার্টমেন্ট হেড মো: মান্নান হোসেনের পরিচালনায় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এর পক্ষে এ বছর শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে সিলেট ব্রাঞ্চের অধীনে গ্রাহক নুশরাত জাহান শেফার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তোলে দেন সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ফাইদুর রহমান ও সিলেট প্রধান শাখার ব্যবস্থাপক মো: আশরাফ উল আলম। বিজ্ঞপ্তি







