কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৭:০৪:২৬ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে গতবারের ন্যায় এবারও সাহিত্য সম্মেলন ২০২৫ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর দিনব্যাপী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে কেমুসাস সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি কেমুসাসের মাসিক কার্যকরী পরিষদের এক সভায় সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির প্রস্তাবনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে কেমুসাস সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় এক সভায় কেমুসাস সাহিত্য সম্মেলন বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
উক্ত সভায় কেমুসাস সাহিত্য সম্মেলন বাস্তবায়ন উপকমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লাইব্রেরি সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সহসাধারণ সম্পাদক কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলম, সহ লাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী ও গল্পকার মিনহাজ ফয়সল।
উল্লেখ্য, এবারের কেমুসাস সাহিত্য সম্মেলন শিকড় সন্ধানী লেখক ও গবেষক অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলীকে নিবেদন করা হচ্ছে। তাছাড়া ‘স্বতন্ত্র সমাজ বিনির্মাণে সিলেটী নাগরী’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিলেটি নাগরী লিপি গবেষক মোস্তফা সেলিম।
এবারের সাহিত্য সম্মেলন দেশের সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দেশের সকল পর্যায়ের কবি-সাহিত্যিকগণের জন্য অনলাইনে একটি নিবন্ধন ফরম খোলা হয়েছে। সংসদের কার্যকরী পরিষদের সভায় সম্মেলনকে ঘিরে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন কেমুসাসের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান।
কেমুসাস সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির সদস্য সচিব আহমদ মাহবুব ফেরদৌস জানান, আগামী ২২ নভেম্বর দিনব্যাপী এ সম্মেলনে প্রতিবারের ন্যায় এবারও দেশবরেণ্য একজন লেখককে কেমুসাস সাহিত্যপুরস্কার প্রদান করা হবে। এবার কেমুসাস সাহিত্যপুরস্কার পাচ্ছেন আশির দশকের শক্তিমান কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসান। এছাড়াও সম্মেলনে আলোচনাসভা, কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠিত হবে। নিবন্ধিত লেখকগণ কবিতা ও ছড়াপাঠে অংশগ্রহণ করবেন। নিবন্ধিত লেখকগণকে আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হবে। এবারের কেমুসাস সাহিত্য সম্মেলনের দুটি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রিজাউল ইসলাম। বিজ্ঞপ্তি







